Shreya Ghoshal: ছেলেকে প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি মা হয়েছেন। ছেলের জন্ম থেকে খুঁটিনাটি সমস্ত তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে সামাজিক মাধ্যমে তিনি। কিন্তু ছেলের মুখ কাউকে দেখাননি। ছয় মাস পূর্ণ হয়েছে তাই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে গায়িকা শ্রেয়া ঘোষাল।

আরও পড়ুন -  সারা দেশে ২৩ কোটিরও বেশি কোভিড নমুনা পরীক্ষা

 সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন এই গায়িকা। ছবিতে মায়ের কোলে দেবয়ান। হাসিমুখে পোজ দিয়েছে সে। ক্যাপশনে লিখলেন গায়িকা ‘সকলে হাই। আমি দেবয়ান ও আমি আজ ৬ মাস পূর্ণ করলাম। বর্তমানে আমি আমার চারপাশের পৃথিবী অন্বেষণে, আমার প্রিয় গান শুনতে, সমস্ত ধরণের ছবির বই পড়তে, বোকা জোকসে উচ্চস্বরে হাসতে এবং আমার মায়ের সঙ্গে গভীর কথোপকথনে ব্যস্ত আছি। মা-ই একমাত্র আমাকে বোঝে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে ভালবাসা আর আশীর্বাদ পাঠানোর জন্য।’

আরও পড়ুন -  সব জায়গায় ইন্টারনেট সুবিধা, মাসের পর মাস ব্যবহার করুন কম খরচে

২২ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ৪ মার্চ টুইটারে জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। দেবযানের জন্ম দিয়ে নেটমাধ্যমে গায়িকা লিখেছিলেন, ‘ঈশ্বরের কৃপায় আমাদের ছেলে হয়েছে। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। খুশি আমাদের পরিবারও।’

আরও পড়ুন -  Veterinary Centers: পশুদের চিকিৎসা কেন্দ্র, বন্ধ হয়ে পড়ে আছে