Padma Shri Award: পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গুরুমা কমলি সোরেনকে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গুরুমা কমলি সোরেনকে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল আরএসএসের ছাত্র সংগঠন।

মালদা রেল স্টেশন থেকে এই মিছিল শুরু করে গোটা মালদা শহর পরিক্রমা করে।

আরও পড়ুন -  Ration Card: এইটা না থাকলেই বাতিল হবে রেশন কার্ড, ৩১ শে ডিসেম্বরে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছে রাজ্য

উল্লেখ্য, চলতি মাসের গত ৯ তারিখ দিল্লি রাষ্ট্রপতি ভবনে গাজোলের বাসিন্দা গুরুমা কমলী সোরেনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। এরপর শুক্রবার মালদায় আসেন তিনি। তাকে সংবর্ধনা জানাতে এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত গুরু মাকে নিয়ে শহরে মিছিল করে আরএসএস এর ছাত্রসংগঠন।

আরও পড়ুন -  ইউপি-বিহার রানি চ্যাটার্জির ঠুমকা লুট করছে, অভিনেত্রীর ঘাঘরা চোলি ড্যান্স ভাইরাল VIDEO