Rajasthan: রাজস্থানে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Published By: Khabar India Online | Published On:

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানে বারমেঢ়-যোধপুর মহাসড়কে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএস) থেকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এককালীন অর্থ সাহায্যের প্রস্তাব অনুমোদন করেন।

আরও পড়ুন -  Diabetes: আপেল খাবেন ডায়াবেটিসের রোগীরা

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে ; “রাজস্থানের বারমেঢ়-যোধপুর মহাসড়কে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা দুঃখজনক। শোকের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই।

আরও পড়ুন -  Sikkim: ২৩ বাংলাদেশিসহ দু'হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়

আহতদের দ্রুত আরোগ্য কামনা করি : প্রধানমন্ত্রী@narendramodi

রাজস্থানের বারমেঢ়-যোধপুর মহাসড়কে দূর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটজনদের এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য পিএমএনআরএস থেকে দেওয়া হবে। আহতরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবেন : প্রধানমন্ত্রী@narendramodi ।’ সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  TMC এখন ডাস্টবিন ও বৃদ্ধাবাস হয়ে গেছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ