Covid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Published By: Khabar India Online | Published On:

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১০৯ কোটি ৬৩ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১১,৪৬৬ জন ।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.২৫%। ২০২০র মার্চের পর এই হার সর্বোচ্চ।

আরও পড়ুন -  'ভ্যাকসিন মৈত্রী' নীতি যাতে বাধাহীন হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১১হাজার ৯শো ৬১জন।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭হাজার ৪৭ জন।

মোট সংক্রমিতের ১%র কম, মাত্র ০.৪১ % এখন চিকিৎসাধীন ।২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।

আরও পড়ুন -  বিছানার দৃশ্য রয়েছে এই ওয়েব সিরিজে অনেক, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১লক্ষ ৩৯ হাজার ৬শো ৮৩ জন।

দৈনিক সংক্রমিতের হার গত ৩৭ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৯%।

আরও পড়ুন -  সমাপ্তি দৃশ্যমান কোভিড মহামারিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO )

সাপ্তাহিক সংক্রমিতের হার ৪৭ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.২%।

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১কোটি ৮৫লক্ষ। সূত্রঃ পিআইবি