Cracked Lips: শীত আসার আগে অনেকেরই ঠোঁট ফাটা শুরু হয়েছে, যা করবেন

Published By: Khabar India Online | Published On:

শীত আসার আগে অনেকেরই ঠোঁট ফাটা শুরু হয়েছে! ত্বকও হয়ে পড়ছে শুষ্ক। এ কারণে স্নানের পর শরীরে ময়েশ্চারাইজার মাখতে হচ্ছে। আসলে আর্দ্রতার অভাবে ত্বক শুকিয়ে যায়।

যাদের ত্বক এমনিতেই শুষ্ক, এই সময় তাদের ঠোঁট বারবার শুকিয়ে যায় ও ফেটে যেতে পারে। ঠোঁটের চামড়া ওঠা শুরু হলেই সচেতন হতে হবে।

আরও পড়ুন -  Hot Dance: ভারতীয় এই তরুণী হিন্দি গানে অপূর্ব ভঙ্গিমায় নাচ করেছেন, সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটের দুনিয়ায়

এই সময় ঠোঁট ফেটে রক্ত পড়া ও ঠোঁটের চারপাশ শুকিয়ে যাওয়ার সমস্যাও বাড়ে। এই রকম হলে কী করবেন?

 বেশি করে জল খেতে হবে। যাতে শরীর আর্দ্র থাকে।

 ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা এড়াতে সব সময় সঙ্গে লিপ বাম রাখুন।

 ঠোঁট শুকিয়ে গিয়ে চামড়া উঠলেও কখনো কামড়াবেন না।

আরও পড়ুন -  রিল স্টার সোফিয়া আনসারির বুক থেকে খসে পড়ল শাড়ির আঁচল, ভাইরাল ভিডিও, PHOTOS

 বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাসও ত্যাগ করুন। এতে ঠোঁট আর্দ্রতা হারায়।
পাশাপাশি খাদ্যাভ্যাসেও বদল আনতে হবে। ভিটামিন সি জাতীয় খাবার বেশি খান।

এছাড়া ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়। কারণ ঠোঁটের শুকনো চামড়া, মৃত কোষ সরিয়ে ফেলা প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত দু’দিন ঠোঁট স্ক্রাব করুন।

আরও পড়ুন -  বনেদি বাড়ির সাজে অভিনেত্রী পিউ

 ঘরেই তৈরি করুন মধু, লেবুর রস ও চিনির গুঁড়োর স্ক্রাব। আবার নারকেল তেল ও ওটসের গুঁড়া দিয়েও স্ক্রাব তৈরি করে ঠোঁটে ব্যবহার করতে পারেন।

 রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু কিংবা ঘি লাগিয়ে রাখতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত এই নিয়মগুলো মানলে প্রচণ্ড শীতেও ফাটবে না ঠোঁট।