Reduce State Taxes: অবিলম্বে জ্বালানি তেলের দাম রাজ্যের ট্যাক্স কমাতে হবে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   অবিলম্বে জ্বালানি তেলের দাম রাজ্যের ট্যাক্স কমাতে হবে। এই আবেদন করে বিজেপির পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ।

একথা জানালেন পশ্চিম বর্ধমান বিজেপির কনভেনার শিবরাম বর্মন। মঙ্গলবার আসানসোলের একটি পাম্পের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। বিজেপির জেলা কনভেনার শিবরাম বর্মন বলেন, জ্বালানি তেলের উপরে কেন্দ্র সরকার ভ্যাট কমিয়েছে, তাই সাধারণ মানুষকে সস্তি দিতে রাজ্য সরকারের জ্বালানি তেলের দামে ট্যাক্স কমানো উচিত। যাতে ট্যাক্স কম করা হয়। তার আবেদন জানিয়ে আজকের এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তিনি।

আরও পড়ুন -  ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ডিজাইনের ছাত্রছাত্রীরা এখন থেকে জার্মানিতে ওয়ার্ক পারমিট পাওয়ার আবেদন সহজেই করতে পারবে, জার্মানির অ্যানাবিন তথ্যভাণ্ডারে এনআইডি-কে অন্তর্ভুক্ত করা হয়েছে