Pre-Vote: চলতি মাসে, কলকাতা এবং হাওড়ার পুরভোটের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হতে পারে

Published By: Khabar India Online | Published On:

পুরভোট নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্বও দেখা দিয়েছে ইতিমধ্যেই। রাজ্যের শাসকদল ইচ্ছাকৃতভাবে পুরভোটের দিনক্ষণ পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধী দল। যত দ্রুত সম্ভব এই নির্বাচন করার দাবি জানিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মিলল কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনের সম্ভাব্য তারিখ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারিখ কলকাতা এবং হাওড়া পুরভোটের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সূত্র মারফত আরও জানা যায়, আগামী ২৫শে নভেম্বর থেকে মনোনয়ন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে যা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। সম্ভাবনা রয়েছে, ৩রা ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হতে পারে এবং ৪ঠা ডিসেম্বর স্ক্রুটিনি। সূত্রের খবর, আফামী ১৯শে ডিসেম্বর হতে চলেছে পুরভোট এবং ভোট গণনা হতে পারে ২২শে ডিসেম্বর।

আরও পড়ুন -  Kolkata Pre-Poll: কলকাতা পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

ভোটের জন্য আনুমানিক ২০০ কোটি টাকা খরচের হিসাব পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। তবে কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভোটে পর্যাপ্ত পরিমাণে বাহিনী থাকবে বলেই জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা। পাশাপাশি পুরভোটের জন্য ভোটকর্মীর সংখ্যাও জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন -  ১৩ বছরের বালক, শিক্ষিকার যৌনতার শিকার

প্রসঙ্গত, কলকাতা এবং হাওড়া ব্যতীত রাজ্যের বাকি ১১২টি পুরনিগম এবং পৌরসভার নির্বাচন হতে চলেছে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে। ৩ দফায় হতে চলেছে সেই নির্বাচন প্রক্রিয়া। তার আগে চলতি বছরেই কলকাতা এবং হাওড়া পৌরনিগমের নির্বাচন সম্পন্ন হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুন -  একটি চলন্ত ওলা গাড়িতে আগুন