Banned: প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে, রাজ্য সরকার নিষিদ্ধ করেছে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   রাজ্য সরকারের নির্দেশে 7 ই নভেম্বর গুটকা নিষিদ্ধ করা হয়েছে।

তাও আসানসোল কর্পোরেশন মোড়ে বেশকিছু দোকানে প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে।

সোমবার খবর পেয়ে আসানসোল পৌরনিগমের তরফে অভিযোন চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন -  আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হল বিকাশ মিশ্রকে

প্রসঙ্গত রাজ্য সরকারের নির্দেশ দিয়েছেন চলতি মাসের 7 ই নভেম্বর থেকে গুটকা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু এই নির্দেশের পরেও আসানসোলে দেখা যাচ্ছে প্রকাশ্যে গুটকা বিক্রি চলছে।

আরও পড়ুন -  Arijit Singh: অরিজিৎ সিং দুঃসংবাদ দিলেন, কি হয়েছে তাঁর?

এদিন এই দৃশ্য দেখা গেল আসানসোলের কর্পোরেশন মোড় সহ বিভিন্ন এলাকায়।এদিন খবর পেয়ে আসানসোল পৌরনিগমের তরফে বেশকিছু দোকানে অভিযান চালিয়ে গুটকা বাজেয়াপ্ত করা হয়েছে।এর পাশাপাশি আসানসোল পৌরনিগমের তরফে সকলকেই এই নির্দেশ পালন করার জন্য অবগত করা হয়েছে।

আরও পড়ুন -  বার্ধক্য পেনশন প্রকল্প, প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষার নতুন দিগন্ত