Gambling: জুয়া খেলার প্রতিবাদ করায়, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  আপনার ডায়েটে মুলা অন্তর্ভুক্ত করুন

জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম দ্রপতী মন্ডল। গত ১০ বছর আগে স্থানীয় বাসিন্দা মিঠুন মন্ডল এর সাথে বিয়ে হয় দ্রপতী দেবীর। তিন কন্যা সন্তান রয়েছে তাদের। অভিযোগ স্বামীর জুয়া খেলা নিয়ে প্রতিদিনই বাড়িতে অশান্তি লেগে থাকত। জুয়ায় টাকা হেরে যাওয়ার পর একের পর এক বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করতে শুরু করে তার স্বামী। সম্প্রতি একটি মোবাইল ও বিক্রি করে দেয় তার স্বামী। তাই জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন ওই গৃহবধূ। অভিযোগ প্রতিবাদ করায় সোমবার সকালে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করা হয় ওই গৃহবধূকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  ‘২৩ এর শেষে শরীর গরম করা বিনোদন, একদম ভুলে বাচ্চাদের সামনে দেখা যাবে না