Sand Mafia Parvez Siddiqui Arrested: কুখ্যাত বালি মাফিয়া পারভেজ সিদ্দিকী কে গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   কুখ্যাত বালি মাফিয়া পারভেজ সিদ্দিকী কে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা দপ্তর।

শনিবার বিহারের পাটনা থেকে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা পারভেজকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

আরও পড়ুন -  একুশে জুলাই এর সভা, সফল করতে তৃণমূলের মিছিল

আজ রবিবার সকালে পারভেজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পারভেজকে জেরা করার জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।

অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার বীরভূম সহ একাধিক জায়গায় অবৈধভাবে বালিঘাট চালাত, প্রায় কয়েক শ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ আছে পারভেজ এর বিরুদ্ধে।

আরও পড়ুন -  এই কায়দায় শাড়ি পরে নাচলেন বৌদি, সকলে দেখার জন্য পাগল, VIDEO