টুঙ্কা সাহা, আসানসোলঃ রাজস্থানের পর পশ্চিমবঙ্গের আসানসোলে শিষ মহল।
আসানসোলের মহিশিলাতে শিল্পী সুশান্ত ঘোষের উদ্দোগে গড়ে উঠেছে।
এই মিউজিয়াম।এখানে শিল্পী সুশান্ত বাবুর হাতে মোমের তৌরি।
একাধিক গুনিজনদের মূর্তি স্থাপন করা হয়েছে।
শিল্পী সুশান্ত ঘোষ এর আগেও একাধীক বার বিভিন্ন কৃতি ব্যক্তিদের পূর্ণাবয়ব মূর্তি তৌরি করে তাক লাগিয়েছেন
আসানসোলের মানুষ কে।সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অমিতাভ বচ্চন, মারাদোনা,সুভাষ চক্রবর্তী, উত্তমকুমার, সুচিত্রা সেন, রোনাল্দিন , বিরাট কোহলি , নীরজ চোপড়া , এবং সোনার পাত দিয়ে বানানো স্বামী বিবেকানন্দ সহ অনেক কৃতি ব্যক্তিত্ব রয়েছেন সেই তালিকায়।
এবারে সেই সকল মূর্তির সম্বলিত এক মিউজিয়াম তৌরি করলেন শিল্পী সুশান্ত ঘোষ।
শুক্রবার সেই মিউজিয়াম শিষমহলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।