Keoratala Mahasmashan: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সুব্রত মুখার্জির, গান স্যালুটে সন্মান

Published By: Khabar India Online | Published On:

 শেষবারের জন্য তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তাঁর সতীর্থরা। শ্রদ্ধা জানালেন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

দুপুর ২টো নাগাদ রবীন্দ্রসদন থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সুব্রত মুখার্জির নিশ্বর দেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। শ্রদ্ধা জানান তাঁর এককালীন সতীর্থ, বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। প্রায় ২৫ মিনিট বিধানসভায় রাখা হয় তাঁকে। এরপর সেখান থেকে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

আরও পড়ুন -  Vaccinating Student: ছাত্রকে করোনা টিকা দিয়ে শিক্ষিকা গ্রেপ্তার

প্রায় ৩টে নাগাদ সুব্রত মুখার্জির বালিগঞ্জের বাড়িতে পৌঁছায় তাঁর দেহ। শেষবার তাঁকে দেখার জন্য ভিড় জমান অগণিত মানুষ। এরপর একডালিয়া এভারগ্রিনে তাঁর দেহ নিয়ে যাওয়ার সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে মরদেহ নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন -  খেলো ইন্ডিয়া রাজ্যস্তরীয় উৎকর্ষ কেন্দ্রে উন্নতিসাধনের জন্য আরও সাতটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্রীড়াকেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে

উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় প্রয়াত সুব্রত মুখার্জিকে। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।