32 C
Kolkata
Saturday, May 18, 2024

Vaifonta Festival: শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়, ভাইয়ের মঙ্গল কামনায়

Must Read

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়। হিন্দু ধর্মের প্রতিটা ঘরে ঘরে ভাইফোঁটা উপলক্ষে উৎসব পালন করাকে নিয়ে বেশ একটা অনুষ্ঠান হিসেবে পালিত হতে দেখা যায়। ছোট ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করে বৃদ্ধ ভাই বোনদের মধ্যে অদ্ভুত একটা সম্পর্কের চিত্র দেখা যায়।

 সোশ্যাল মিডিয়ার দৌলতে আগের দিন ৫ ই নভেম্বর রাত ১১ টা বেজে ১৪ মিনিটে দ্বিতীয় শুরু হবে। এটি চলবে পরের দিন সন্ধ্যায় ৭ টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত। ফোঁটা দেওয়ার শুভ সময় ৬ নভেম্বর দুপুরে ১.১০ থেকে ৩.২১ মিনিট পর্যন্ত। আমরা তো অনেকেই ভাঁইফোটা দেয়, কিন্তু আমরা কি জানি রে ভাই ফোটার সময় কোন দিকে মুখ করে বসা উচিত না, এটি অনেকেই হয়তো জানেন না তাই এবারে সঠিক দিকে মুখ করে যদি আপনি ভাইফোঁটার দিন আপনার ভাই বা দাদাকে ফটো দেন তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে গেছে।

আরও পড়ুন -  Drunk Kiss: চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত ! ভালোবাসার পরিচয়

জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, ভাইফোঁটা দেওয়ার সময় পূর্ব দিকে মুখ করে ফোঁটা নেওয়া সম্ভব তবে সমস্যা যদি থাকে তাহলে উত্তর দিক বা উত্তর-পূর্ব দিকে মুখ করে ফোঁটা নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন দক্ষিণ দিকে মুখ করে ফোঁটা নেওয়া কখনই উচিত নয়। এই সমস্ত নিয়ম মেনে যদি ভাইফোঁটার দিন সঠিকভাবে ভাই বা দাদাকে ফোটা দিতে পারেন তাহলে দেখবেন জীবন কত সুন্দর হয়েছে।

আরও পড়ুন -  Skin Care: জলপাইয়ের তেল ত্বকে ব্যবহার করে দেখুন

Latest News

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ।  Web Series টি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img