MLA Agnimitra Pal: কুমোর পাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   কুমোর পাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান জানালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আসানসোলের শিমুলিয়া গ্রামে কুমোরপাড়ায় গিয়েছিলেন তিনি।

সেখানে তিনি মাটির প্রদীপে রং করেন। পাশাপাশি স্থানীয় ছাত্র-ছাত্রীদের দীপাবলির উপহার হিসেবে খাতা কলম ইত্যাদি তুলে দেন।

আরও পড়ুন -  ‘নদীওঁ পার’-এর নাচ মেয়েটির দুর্দান্ত পারফরম্যান্স, সকলকে শীতল করবে, ভুলেও সবার সামনে ক্লিক করবেন না (VIDEO)

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ওই অঞ্চলে প্রচুর কুমোর একসময় মৃৎ শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একজন এই কাজে রয়েছেন।

পরবর্তী প্রজন্ম আরো উৎসাহিত বোধ করেনা এই শিল্পের সঙ্গে। সেই কারণেই মানুষজনের কাছে তিনি আহ্বান জানান যে মাটির প্রদীপ কিনুন এবং মাটির জিনিসপত্র কিনল্র প্রাচীন মৃৎশিল্প বেঁচে থাকবে।

আরও পড়ুন -  Durga Pujo: দূর্গাপুজো নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট