29 C
Kolkata
Wednesday, May 8, 2024

MLA Agnimitra Pal: কুমোর পাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ   কুমোর পাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচানোর আহ্বান জানালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আসানসোলের শিমুলিয়া গ্রামে কুমোরপাড়ায় গিয়েছিলেন তিনি।

সেখানে তিনি মাটির প্রদীপে রং করেন। পাশাপাশি স্থানীয় ছাত্র-ছাত্রীদের দীপাবলির উপহার হিসেবে খাতা কলম ইত্যাদি তুলে দেন।

আরও পড়ুন -  শুক্রবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বোল্প৷ রক্ষা কালীপুজো, ভক্তদের উপচে পড়ছে ভিড়

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ওই অঞ্চলে প্রচুর কুমোর একসময় মৃৎ শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একজন এই কাজে রয়েছেন।

পরবর্তী প্রজন্ম আরো উৎসাহিত বোধ করেনা এই শিল্পের সঙ্গে। সেই কারণেই মানুষজনের কাছে তিনি আহ্বান জানান যে মাটির প্রদীপ কিনুন এবং মাটির জিনিসপত্র কিনল্র প্রাচীন মৃৎশিল্প বেঁচে থাকবে।

আরও পড়ুন -  মাদার টেরিজার জন্মদিবস পালন

Latest News

Web Series: সাহসী ওয়েব সিরিজ ‘উল্লু’-তে রিলিজ হয়েছে, একলা দেখবেন মজা আছে

Web Series: সাহসী ওয়েব সিরিজ ‘উল্লু’-তে রিলিজ হয়েছে, একলা দেখবেন মজা আছে।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ! আজকের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img