CTBS Club Shyama Puja: শ্যামা পূজার শুভ উদ্বোধন করলো বিশিষ্ট গ্রামীণ কবি অরুণ কুমার চক্রবর্তী

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তীঃ   কদমতলা, হাওড়া, ৩রা নভেম্বর বুধবার, সিটিবিএস ক্লাবের শ্যামা পূজার শুভ উদ্বোধন করলো বিশিষ্ট গ্রামিন কবি অরুণ কুমার চক্রবর্তী সঙ্গে ছিলেন বাণীকুমার কাড়ার ও অন্যান্য সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠান অরুণ কুমার ও অন্যান্যরা।

আরও পড়ুন -  ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) – এর আওতায় গোয়াতে প্রাইস মনিটরিং ও রিসোর্স ইউনিট স্থাপন

মিঃ কড়ার বলেন, অনাদের ক্লাবের পূজা ৬২বছরে পড়ল, এটা শুরু হয়েছিল একটা গাছ তলায় আজ ৬১ বছর পার করে ৬২ বছরে পা দিলো। আমাদের ক্লাব পুজো নিয়ে থাকে না, সমাজসেবার কাজও করে। যেমন এই কভিদের সময় অক্সিজেন গ্যাস বিনামূল্যে সরবরাহ করেছে, গরিব পরিবারদের খাদ্য সরবরাহ করেছেন, রক্তদান শিবির থেকে নানারকম সমাজসেবা কাজে তাদের ক্লাব সমস্ত রকম সাহায্য করেছেন এবং করবে।

আরও পড়ুন -  Padma Shri Award: পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গুরুমা কমলি সোরেনকে নিয়ে মালদা শহর জুড়ে মিছিল