By-Elections: জয়জয়কার তৃণমূলের, উপনির্বাচনে

Published By: Khabar India Online | Published On:

 গত ৩০ শে অক্টোবর শনিবার উপনির্বাচন হয় দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবা কেন্দ্রে। আজ সকলে সেই নির্বাচনের ভোট গণনা পর্ব।

 একুশের ভোটে দিনহাটা, শান্তিপুরে পদ্মশিবিরের জেতা আসন ছিল। বাকি দুটি তৃণমূলের। এই উপনির্বাচনে পদ্মশিবিরের থেকে দিনহাটা, শান্তিপুর ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অন্যদিকে, গোসাবা-খড়দহ ব্যবধান আরও বেড়েছে জোড়াফুল শিবিরের। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটের ব্যবধানে। খড়দহে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের ব্যবধান ৯৩ হাজার ৮৩২ ভোট। আর গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী হয়েছেন সুব্রত মণ্ডল৷ আর শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী

আরও পড়ুন -  বোনাস পাবেন সরকারি কর্মীরা ঈদের আগে, রাজ্য সরকারের কর্মীদের জন্য নতুন উপহার

এই ভোটে পদ্মশিবিরের কোনো লাভ হয়নি। তবে এবারের ভোটে তাৎপর্য পূর্ণ একটি অংশ হল সিপিএমের। কারণ ভোটের সপ্তম রাউন্ডে রামকে পরাজিত করে এগিয়ে এসেছিল সিপিএম। ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপির ভোট গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ২৫ শতাংশ কমে গিয়েছে আর বামেদের ভোট গত লোকসভা নির্বাচনের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে রামের ঘরে চলে যাওয়া ভোট ফের বামের ঘরে ফিরছে যা বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন -  ‘যত তাড়াতাড়ি, দলের সমস্ত আবর্জনা সাফ করা হোক’, শুভেন্দুকে আর্জি বৈশালীর ডালমিয়া'র