টুঙ্কা সাহা, আসানসোলঃ ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব।
বরাবরই ধনতেরাস কে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কেনা বেচায় মেতে ওঠে।
মূলত সোনা রুপোর গহনা বা অলঙ্কার ও ইলেকট্রনিক্স জিনিষ কেনা বেচাতেই সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি।
সাধারণ মানুষের আগ্রহকে লক্ষ্য রেখেই বিগত ১০ বছর ধরে আসানসোলের ইলেকট্রনিক্স মার্কেট সেজে ওঠে এক সপ্তাহ আগে থেকেই নানান পসরা নিয়ে ৷ মঙ্গলবার আসানসোলের দুর্গা মাকের্টে উপস্থিত হয়েও দেখা গেল একই চিত্র ৷ গ্রাহক ও ক্রেতাদের আকর্ষণের জন্যে দোকানের সামনে আলাদা প্যাণ্ডেল করে পসরাগুলি সাজির তুলেছে ৷ রয়েছে ক্রেতাদের জন্যে বিশেষ আকষর্ণীয় ছাড় ৷ এই বিষয়ে আসানসোলের রিকো ইলেকট্রনিক্সের কর্নধার জানিয়েছেন, ধনতেরাসের পরম্পরা অনুযায়ী পসরা তুলে ধরা হয়েছে গ্রাহকদের জন্যে।
বর্তমানে সক্রমণের হার কম থাকায় সাধারণ মানুষও কিছুটা বাজারমুখি হয়েছেন ৷ তবে স্বাভাবিক পরিস্থিতির থেকে এখনো কিছুটা বেচা কেনা পিছিয়ে রয়েছে ৷ তবে সব থেকে আনন্দের বিষয় সাধারণ মানুষ বিদেশী কোম্পানিগুলির থেকে দেশীয় প্রযুক্তি ও দেশীয় কোম্পানির ওপর ভরষা ও আস্থা রেখেছেন বেশি।