টুঙ্কা সাহা, আসানসোলঃ রাত পোয়ালেই ধনতেরাস ও দ্বীপাবলি।
এই উৎসবে সামিল হতে কেনাকাটা করতে বাজারে বেরিয়েছেন সাধারণ মানুষ ।দোকনদাররাও পসরা সাজিয়ে বসেছে আসানসোল শহরের বিভিন্ন বাজার গুলিতে।
সোমবার আসানসোল বাজারে দেখা গেল বেশ ভিড় রয়েছে দোকান গুলোতে।মাটির প্রদীপ, সাথে বাহারি ফুল, ও হরেক রকমের লাইট , লাড্ডুর সম্ভার সাজিয়ে বসলেও তেমন বাজার নেই বলে জানালেন বিক্রেতাদের একাংশ।
গত দুবছর ধরে করোনা কালে, একদিকে যেমন কাঁচা মালের দাম বেড়েছে, তেমনি বিক্রিতেও ভাটা পড়েছে বলে জানান বিক্রেতারা।