বিজয়ী সম্মেলনী

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, সপ্তগ্রাম, হুগলীঃ   ২৯শে অক্টোবর, শুক্রবার, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মাতৃসংঘ ক্লাবের পরিচালনায় বিজয়ী সম্মেলনী অনুষ্ঠান হলো। উপস্থিত ছিলেন এলাকার বিধানসভার জনপ্রিয় বিধায়ক তপন দাশগুপ্ত।

আরও পড়ুন -  রোহিত-কোহলি সহ দলে প্রবেশ করছেন একাধিক তারকা ক্রিকেটার আজিদের বিপক্ষে তৃতীয় ODI-তে, IND vs AUS

অনুষ্ঠান উপলক্ষে এলাকার বসবাসকারীদের আলাপচারিতায় তাদের সুখ-দুঃক্ষের কথা শুনলেন, তিনি বলেন, আমার পক্ষে আমার যা করার সম্ভব করবার চেষ্টা করব,যেহেতু আমি এখানকার বিধায়ক আমার একটা দায়িত্ব আছে সেটা পালন করার দিকে নজর রাখবার কথা বললেন।

আরও পড়ুন -  Kurti River: মাথাচুলকায় কুর্তি নদীর উপর, অবৈধভাবে তৈরি করা অস্থায়ী বাঁশের সাঁকো ভাঙ্গতে গিয়ে বাধা