Bangladesh: ‘বাংলাদেশ’ বিশ্ব মঞ্চে সেরা ছয়

Published By: Khabar India Online | Published On:

করোনা পরিস্থিতে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা হিসেবে বিশ্বে মাঠে আছে একমাত্র মিস আর্থ। কোভিড পরিস্থিতির মধ্যেই মিস আর্থ বাংলাদেশ ২০২০ ও ২০২১ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মিস আর্থ বাংলাদেশ ২০২১ উম্মে জামিলাতুন নাইমা আন্তর্জাতিক ভার্চুয়াল প্রতিযোগীতায় ৯০ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে পৌঁছে গেছে পারফর্মেন্স রাউন্ডের সেরা ছয় এ, ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। নাইমা গানের সাথে পারফর্মেন্সের মাধ্যমে যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন তা বিচারকদের নজর কেড়েছে। প্রশংসায় ভাসছে নাইমা।

আরও পড়ুন -  Esha Gupta: আশ্রম অভিনেত্রী ঝড় তুললেন নেটদুনিয়ায়, কি কারণে?

এ প্রসঙ্গে নাইমা বলেন, ‘যেহেতু প্রতিযোগীতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে, বিজয়ী হতে হলে সবার অনলাইন সাপোর্ট প্রয়োজন।

মিস আর্থের ফেসবুক পেজ থেকে লাইভ চলাকালীন কমেন্ট বক্সে ‘বাংলাদেশ’ লিখে পোস্ট করলেই ভোট পেয়ে যাবেন নাইমা। এছাড়া মিস আর্থ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে পরবর্তী আসরগুলোর শিডিউল ও আন্তর্জাতিক প্রতিযোগিতার লাইভ লিঙ্ক।

মিস আর্থ বাংলাদেশ ২০২১ বিজয়ী নাইমা