Kovid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Published By: Khabar India Online | Published On:

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১০৫ কোটি ৪৩ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৪,৩১৩ জন ।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.১৯%।

আরও পড়ুন -  AD-1 Missile: এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৩হাজার ৫শো ৪৩জন।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৪১হাজার ১৭৫ জন।

মোট সংক্রমিতের ১%র কম, মাত্র ০.৪৭ % এখন চিকিৎসাধীন ।২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।

আরও পড়ুন -  বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি শ্যামল সরকার (বেনু) কে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১লক্ষ ৬১ হাজার ৫শো ৫৫ জন।

সাপ্তাহিক সংক্রমিতের হার ৩৬ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.১৮%।

দৈনিক সংক্রমিতের হার গত ২৬ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ১.২২%।

আরও পড়ুন -  মিস ইউনিভার্সের মুকুট উঠলো মেক্সিকোর অ্যান্দ্রে মিজা'র মাথায়, ভারতের হাতছাড়া

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬০কোটি ৭০লক্ষ। সূত্রঃ পিআইবি