টুঙ্কা সাহা, আসানসোলঃ রাজ্য সরকারের উদ্দোগে শনিবার দুপুর নাগাদ দুর্গাপুরে এসে পৌছাল উত্তরাখন্ডে বেড়াতে যাওয়া পর্যটকদের মৃতদেহ।
শনিবার দুর্গাপুর, রানিগঞ্জ, ও আসানসোলের বাড়িতে এসে পৌছায় দেহগুলি।
রাজ্য সরকারের উদ্দোগে ব্যবস্থা নিয়ে দেহ নিয়ে আসা ও বাড়ি প্রজন্ত পৌছে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী মলয় ঘটক।
এদিন দুর্গাপুরে মৃতদের বাড়িতে গিয়ে দেখা করার পাসাপাসি সমবেদনা জানান মন্ত্রী মলয় ঘটক।
অপরদিকে রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে চন্দনা খাঁ ও সিটু নেতা কিশোর ঘটকের পরিবারের হাতে দেহ গুলি তুলেদেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ।এদিন কিশোর ঘটকের বাড়ি যান আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধরি ।এদিন তিনি বলেন, কিশোর শ্রমিক নেতা হিসাবে সবার কাছে খুব প্রিয় ছিল।তার চলে যাওয়াতে ভিষন শোকাহত।
আরও পড়ুন - Husband Extramarital Affair: স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী, তারপর যা কান্ড ঘটল...