29 C
Kolkata
Sunday, May 12, 2024

Meta: ফেসবুক কোম্পানির নতুন নাম `মেটা`

Must Read

ফেসবুকের করপোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে ‘মেটা’। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপসগুলোর নাম। খবর, ফোর্বস।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির নতুন করপোরেট নাম ঘোষণা করেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নতুন নাম ‘মেটা ইনকরপোরেশন’।

আরও পড়ুন -  Messenger: শব্দ ছাড়াই পাঠানো যাবে মেসেজ, মেসেঞ্জার অ্যাপে নতুন ‘শর্টকাট’ ফিচার!

কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্ট’-এ জাকারবার্গ বলেন, এখন থেকে আর মূল পরিচয়ে ফেইসবুক নয়, আমাদের প্রথম পরিচয় মেটা হতে যাচ্ছি।

 মেটার অধীনে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের নাম আগের মতোই থাকছে।

জাকারবার্গ বলেন, গ্রিক শব্দ বিয়ন্ড (Beyond) থেকে মেটা (Meta) শব্দ এসেছে। এই নাম কোম্পানিকে ভালো অবস্থানে নিয়ে যাবে।

আরও পড়ুন -  Facebook Meta: রাশিয়া, মেটাকে 'সন্ত্রাসী ও চরমপন্থী' সংগঠনের তালিকাভুক্ত করেছে

জাকারবার্গ বলেন, আমরা এমন একটি কোম্পানি, যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকি। আমরা একসঙ্গে কাজ করে চূড়ান্তভাবে মানুষকেই প্রযুক্তির কেন্দ্রে নিয়ে আসতে পারি। এর মাধ্যমে আমরা একযোগে আরও বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার দ্বারও উন্মোচন করতে পারি।

আরও পড়ুন -  Campaigning: আসানসোলে 106 টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে, প্রার্থী অভিজিৎ ঘটক

ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিল, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে।

Latest News

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন।  Web Series গুলি ১৮+উদ্ধের জন্য।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img