37 C
Kolkata
Friday, May 17, 2024

Journalists: দুই মাসে ৩০ সাংবাদিককে হুমকি-নির্যাতন, আফগানিস্তানে

Must Read

 আফগানিস্তানে ৩০ জনের বেশি সাংবাদিকের ওপর সহিংসতা চালানো বা সহিংসতার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ৯০ শতাংশ ঘটিয়েছে তালেবানরা। গণমাধ্যম পর্যবেক্ষকের খবর দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়।

আরও পড়ুন -  Afghan: আফগান নারী বিচারকরা, কারাবন্দিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন

আফগানিস্তানের জাতীয় সাংবাদিক ইউনিয়ন (এএনজেইউ) এসব ঘটনার মধ্যে ৪০ শতাংশ বেশি ক্ষেত্রে শারিরীক আঘাতের তথ্য রেকর্ড করেছে। বাকি ৪০ শতাংশ ছিল মৌখিকভাবে সহিংসতা চালানোর হুমকি দেয়ার ঘটনা। এএনজেইউ’র প্রধান মাসররো লুৎফি বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -  Afghanistan: তালেবান প্রাদেশিক গভর্নর নিহত, আত্মঘাতী হামলায়

তিনি জানান, বাকি ২০ শতাংশ ঘটনার মধ্যে রয়েছে, অন্তত একদিনের জন্য আটক করে রাখা। এক সাংবাদিক নিহতও হয়েছেন। এসব ঘটনার অধিকাংশই ঘটেছে রাজধানী কাবুলের বাইরে।

আরও পড়ুন -  Bombings: মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩২, আফগানিস্তানে

সংবাদ সম্মেলনে লুৎফি বলেন, অধিকাংশ ঘটনার সঙ্গে তালেবানের নাম জড়িয়ে থাকলেও অজ্ঞাত লোকজন দ্বারাও কিছু ঘটনা ঘটেছে।

প্রতীকী ছবি

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img