Journalists: দুই মাসে ৩০ সাংবাদিককে হুমকি-নির্যাতন, আফগানিস্তানে

Published By: Khabar India Online | Published On:

 আফগানিস্তানে ৩০ জনের বেশি সাংবাদিকের ওপর সহিংসতা চালানো বা সহিংসতার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ৯০ শতাংশ ঘটিয়েছে তালেবানরা। গণমাধ্যম পর্যবেক্ষকের খবর দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়।

আরও পড়ুন -  T20 World Cup: অজিরা বাঁচিয়ে রাখলো, সেমির স্বপ্ন

আফগানিস্তানের জাতীয় সাংবাদিক ইউনিয়ন (এএনজেইউ) এসব ঘটনার মধ্যে ৪০ শতাংশ বেশি ক্ষেত্রে শারিরীক আঘাতের তথ্য রেকর্ড করেছে। বাকি ৪০ শতাংশ ছিল মৌখিকভাবে সহিংসতা চালানোর হুমকি দেয়ার ঘটনা। এএনজেইউ’র প্রধান মাসররো লুৎফি বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -  ISL-এ ইস্টবেঙ্গল, ফের লাল-হলুদ শিবিরের ত্রাতা মুখ্যমন্ত্রীই

তিনি জানান, বাকি ২০ শতাংশ ঘটনার মধ্যে রয়েছে, অন্তত একদিনের জন্য আটক করে রাখা। এক সাংবাদিক নিহতও হয়েছেন। এসব ঘটনার অধিকাংশই ঘটেছে রাজধানী কাবুলের বাইরে।

আরও পড়ুন -  Horoscope: আজ ৮ই অক্টোবর, রাশিফল দেখুন

সংবাদ সম্মেলনে লুৎফি বলেন, অধিকাংশ ঘটনার সঙ্গে তালেবানের নাম জড়িয়ে থাকলেও অজ্ঞাত লোকজন দ্বারাও কিছু ঘটনা ঘটেছে।

প্রতীকী ছবি