Mehzabin Chowdhury: তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন মেহজাবীন

Published By: Khabar India Online | Published On:

 গত কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন নন্দিত এই তারকা। অভিনয় গুণে ছোট-বড় সবার কাছেই হয়ে ওঠেছেন প্রিয়। নির্মাতাদের কাছে ওঠেছেন আস্থার প্রতীক। নাটকের বাইরেও তাকে মাঝেমধ্যে দেখা মেলে বিজ্ঞাপনে। সেখানে নানা চমক নিয়ে হাজির হন এ তারকা।

আরও পড়ুন -  ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধা জানালেন শ্রী অমিত শাহ

সম্প্রতি একটু মুঠোফোন কোম্পানির নতুন ভার্সনের বিজ্ঞাপনচিত্রে অংশ নেন মেহজাবীন। রাজধানীর নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে তিনদিন ব্যাপী এর চিত্রায়ন হয়েছে। বিজ্ঞাপনটিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে ‘চিরকাল আজ’ খ্যাত এই অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Vice President Of India: ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকড়

 ‘বিজ্ঞাপনের কাজটি করে বেশ ভালো লেগেছে। বেশ গোছানো এবং পরিচ্ছন একটি টিম পিনহুইল প্রোডাকশন। এখানে আমাকে বিভিন্ন রূপে দেখা যাবে। বিখ্যাত গেইমস ‘কিং অব ফাইটারস ৯৬’ এর জনপ্রিয় চরিত্র লিউনা হাইদারনের লুকেও দেখা যাবে আমাকে। খুবই ইন্টারেস্টিং কনসেপ্টে কাজটি হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’

আরও পড়ুন -  Indian Cricket Team: গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে মনোনীত করা হয়েছে, দ্রাবিড় পর্ব শেষ হয়েছে
মেহজাবীন চৌধুরীপিনহুইল প্রোডাকশনের প্রযোজক রেজুতি স্বর্ণা বলেন, ‘মুঠোফোনটির নতুন ফিচারগুলোকে মাথায় রেখেই ভিন্নধর্মী কনসেপ্টে কাজটি করা হয়েছে, যেন দর্শকের কাছে বিষয়টি উপভোগ্য হয়ে উঠে।