‘Sami Sami’: ১ ঘণ্টাতেই ১০ লাখ ভিউ ! ‘সামি সামি’

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রেশমিকা মান্দানা। ‘পুষ্প’ ছবিটি এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। মুক্তি পাচ্ছে ডিসেম্বরের ১৭ তারিখ।

সেই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হচ্ছে গান। তবে সম্প্রতি প্রকাশ হতে যাওয়া তৃতীয় গানটি নিয়ে বেশ শংকায় ছিলেন ছবির প্রযোজক, পরিচালক ও টিম। ক্রিসমাস মৌসুমের ছবিটি নিয়ে দর্শকের অনেক আগ্রহের কথা জানা গেছে। তবে সুকুমারের পরিচালনায় ‘পুষ্প’ সিনেমার তৃতীয় একক ‘সামি সামি’র প্রমোতে সেই আগ্রহের ছাপ পাওয়া যাচ্ছিলো।

আরও পড়ুন -  Dance Video: দুর্দান্ত নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর প্রকৃতির কোলে, ‘পিন্দারে পলাশের বন’ গানে

অবশেষে সব শংকাই কাটলো। ‘সামি সামি’ গানটি আজ ২৮ অক্টোবর সকাল ১১টা ০৭ মিনিটে প্রকাশ হয়েছে। সেখানে আল্লু অর্জুন এবং রেশমিকা মান্দানাকে গ্রামীণ গেটআপে দেখা গেছে।

আরও পড়ুন -  Samsung: স্যামসাং চিপ মার্কেটের দিকে নজর দিয়েছে

গানটি বেশ মনে ধরেছে দর্শকের। প্রকাশ হওয়ার এক ঘণ্টা না যেতেই গানটি দেখে ফেলেছেন ১০ লাখেরও বেশি দর্শক।

 গানে তুলে ধরা হয়েছে শুটিংয়ের অনেক চিত্রও। যা বেশ উপভোগ করছেন দর্শক। আছে অনেক গ্রাফিক্সেরও কাজ।

আরও পড়ুন -  Bus Fares: ভাইফোঁটার পর বাস ভাড়া বাড়তে পারে

এর আগে ‘পুষ্প’ সিনেমার দুটি গান প্রকাশ হয়েছে। ‘ডাক্কো ডাকো মেকা’ এবং ‘শ্রী ভাল্লী’ গানগুলোও দারুণ সাড়া ফেলেছে।