টুঙ্কা সাহা, আসানসোলঃ উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত ও আহতদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বৃহস্পতিবার সকালে একথা জানান রানিগঞ্জের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।
উল্লেখ্য, চলতি মাসের 21 তারিখ আসানসোলের এক ট্রাভেল এজেন্সির সাথে কয়েকজন পর্যটক উত্তরাখন্ডে বেড়াতে যান। বুধবার সন্ধ্যায় আসানসোলে খবর আসে পর্যটকদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 7 জন। মৃতদের মধ্যে আসানসোলের মহিশিলার এক বাসিন্দা রয়েছে বলে জানান তাপস বাবু।
ঘটনা জানতে পেরেই পর্যটকদের খোঁজ খবর ও ফিরিয়ে আনার ব্যাপারে জেলাশাসকের সাথে তাপস বাবুর কথা বলেন, এবং পর্যটকদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।