Back Home: ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   21 তারিখ উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার মৃত রানিগঞ্জের বাসিন্দা কিশোর ঘটক ও চন্দনা খাঁ। ঘটনার খবর জানতে পেরেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ।স্থানীয় সূত্রে জানা গেছে কিশোর বাবুর এলাকায় বেস পরিচিতি রয়েছে ।

আরও পড়ুন -  দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন, জনপ্রিয় পর্নস্টার মিয়া খলিফা !

অপরদিকে রানিগঞ্জের আর এক বাসিন্দা চন্দনা খাঁ এই দুর্ঘটনায় মারা যান। চন্দনা দেবী রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপিকা বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় আহত ও নিহতদের বাড়ি গিয়ে সমবেদনা জানান। নিহতদের পরিবারের সদস্যরা জানান 5 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরে দেহ গুলি নিয়ে আসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন -  Sundarbans Coast: বিশ্ব পরিবেশ দিবসে, সুদূর সুন্দরবন উপকূল হেতালবাড়ি গ্রামে, ম্যানগ্রোভ গাছের চারা রোপণ