38 C
Kolkata
Friday, May 17, 2024

Kovid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Must Read

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১০২ কোটি ৯৪ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১২,৪২৮ জন ।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.১৯%। ২০২০-র মার্চের পর যা সর্বোচ্চ ।

আরও পড়ুন -  ভারতীয় রেলের আইআরসিটিসি এবং এসবিআই কার্ড রুপে প্ল্যাটফর্মে যৌথভাবে কংটাক্টলেস ক্রেডিট কার্ড চালু করেছে

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৫হাজার ৯শো ৫১জন।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩হাজার ৩১৮ জন।

মোট সংক্রমিতের ১%র কম, মাত্র ০.৪৮ % এখন চিকিৎসাধীন ।২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।

আরও পড়ুন -  মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং ছত্তিসগড়ের কোভিড -১৯ বেড়েছে

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১লক্ষ ৬৩ হাজার ৮শো ১৬ জন।

সাপ্তাহিক সংক্রমিতের হার ৩২ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.২৪%।

দৈনিক সংক্রমিতের হার গত ২২ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ১.১%।

আরও পড়ুন -  Kovid-19: কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬০কোটি ১৯লক্ষ। সূত্রঃ পিআইবি

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img