Jamal Bhuiyan: এতদিন পর সময় হলো জামাল ভূঁইয়া’র, তাতিয়ানাকে ঘরে আনতে

Published By: Khabar India Online | Published On:

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল জার্মানির কোলনে। জার্মানির কোলনে জন্ম ও বেড়ে ওঠা কনে তাতিয়ানা আলীর সংগে পারিবারিকভাবে বর্তমান দেশসেরা ফুটবলার জামালের বিয়ে সম্পন্ন হলেও করোনা ও ফুটবলে ব্যাস্ত সময় সূচির জন্য কনে তাতিয়ানার সাথে সংসার শুরু করা সম্ভব হয়ে ওঠেনি।

আরও পড়ুন -  নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’, রাজের নতুন সিরিজে

অবশেষে দুই পক্ষের নানা আয়োজনে মধ্য দিয়ে ১ বছর পর সেই বিবাহের আনুষ্ঠানিকতা কোলনে সম্পন্ন করতে পেরে খুশী জার্মানির কোলনে বসবাসরত কনের পিতা রমজান আলী ও মা মাসুমা আলী মিঠু ও ডেনমার্ বসবাসরত জামাল ভূঁইয়ার বাবা ইনসান ভুঁইয়া ও মা রাজিয়া আক্তার ভুঁইয়া।

আরও পড়ুন -  পরপুরুষের দিকে লোভ বিছানায় সুখ না পেয়ে, আগে ‘প্রাইভেসি’ খুঁজে, তারপর এই সিরিজ দেখুন

সংবর্ধনা অনুষ্ঠানে জার্মানির প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জামালের জন্মস্থান ডেনমার্ক থেকে আসে শতাধিক বরযাত্রী। ছিল নানা দেশ ও অঞ্চল থেকে আসা অতিথিরাও। বর কনে দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন পাঁচ শতাধিক অতিথি।

আরও পড়ুন -  Iran: ইরানের বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, আজই বিক্ষোভের শেষ দিন