Arms Factory: আবারও অস্ত্র কারখানার হদিস

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আবারও অস্ত্র কারখানার হদিস আসানসোলে। আসানসোলের হিরাপুর থানার আজাদ নগর 10 নম্বর বস্তি এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিস পায় হিরাপুর থানার পুলিশ।

আরও পড়ুন -  Web Series: লজ্জার চূড়ান্ত সীমা অতিক্রম এই ওয়েব সিরিজে, এই দৃশ্য আছে, একদম একলা দেখবেন

স্থানীয় সুত্রে জানা গেছে, 83 নম্বর ওয়ার্ডের এই এলাকায় জাভেদ নামে এক ব্যক্তির বাড়িতে এই কারখানার হদিস পায় পুলিশ।

পুলিশ অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও কিছু অস্ত্র তৈরি সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অভিষেক মোদি। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -  শ্মশানে মাটি কুঁড়ে কবর থেকে বছর ৮ এর এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ

এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগে কুলটির থানার ডিসেরগড়ে একটি অস্ত্র কারখানার হদিস পেয়েছিল কুলটির থানার পুলিশ।