সুমিত ঘোষ, মালদাঃ সাইকেল চোর অপবাদ দিয়ে এক আদিবাসী শিক্ষককে মারধোরের ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলার পরিতোষ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ।
সোমবার সকাল এগারোটা নাগাদ তাকে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে গেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করে চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
প্রসঙ্গত,চলতি মাসের সতেরো তারিখ রাতে সাইকেল চুরির অপবাদ দিয়ে সুদীপ টুডু নামে ওই আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে।
তাকে গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মালদা, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু আদিবাসী সংগঠন।
আরও পড়ুন - Keoratala Mahasmashan: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সুব্রত মুখার্জির, গান স্যালুটে সন্মান