Trailer: অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ট্রেলার মুক্তি পেয়েছে

Published By: Khabar India Online | Published On:

 মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ এর ট্রেলার। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ৩ ডিসেম্বর মুক্তি পাবে দেশ ও দেশের বাইরে।

সিনেমার গল্প নিয়ে পরিচালক সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পে আমার পেশাগত বাস্তব জীবনে দেখা কিছু জটিল পরিস্থিতি তুলে ধরেছি। ট্রেলারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি মাত্র। সিনেমায় থ্রিল, অ্যাকশন আর সাসপেন্স একটু বেশি থাকবে।’

আরও পড়ুন -  Flying Motorcycle: উড়ন্ত মোটরসাইকেল! বাস্তবেই বাজারে আসতে যাচ্ছে

ট্রেলারটি মোট ২ মিনিট ৪৪ সেকেন্ডের। টাকা ও গোপন কোডের রহস্য ভেদ করতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে।

সিনেমাটি নির্মিত হয়েছে কপ ক্রিয়েশনের ব্যানারে।

আরও পড়ুন -  Durga Pujo: শেষ মুহূর্তের প্রস্তুতি

 দুটি পর্বে নির্মিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, সুমিত সেনগুপ্ত, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ সহ অনেকে।

আরও পড়ুন -  সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চাইঃ তানিয়া বৃষ্টি