আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনী কোচি থেকে গোয়া পর্যন্ত নৌ প্রতিযোগিতার আয়োজন করেছে। মাধেই, তারিণী, বুলবুল, নীলকান্ত, কাদালপুরা ও হরিয়াল- নৌবাহিনীর এই ৬টি নৌযান প্রতিযোগিতায় অংশ নেবে। ২৪ অক্টোবর প্রতিযোগিতা কোচি থেকে শুরু হবে। ৩৬০ নটিক্যাল মাইল পার হতে ৫ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। মহাসাগরে অ্যাডভেঞ্চারের মানসিকতাকে বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি নৌযানে ৬ জন করে নাবিক থাকবেন। নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান যাত্রার সূচনা করবেন। ২৯ তারিখ গোয়ায় ন্যাভাল ওয়ার কলেজের কম্যান্ড্যান্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌযানগুলিকে স্বাগত জানাবেন। সূত্রঃ পিআইবি