Maa Kali: রাজবাড়ীর মধ্যে পুজিত হবেন মা কালী

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ  রাজবাড়ীর মধ্যে পুজিত হবেন মা কালী। সঙ্গে উচ্চারিত হবে চন্ডিপাঠের মন্ত্র। এভাবেই তৈরি হচ্ছে পুরাটুলি জামতলিদক্ষিণা কালী পুজো মন্ডপ। আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব। শনিবার সকালে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো পুরাটুলি জামতলি দক্ষিণা কালী মন্দিরের পুজোর আয়োজন।

আরও পড়ুন -  China: ৩ কোটি ৭০ লাখ মানুষ প্রতিদিন করোনা সংক্রমিত, চীনে

এবারের বিশেষ আকর্ষণ রাজবাড়ীর অন্দরমহলে দক্ষিণা কালীর পুজো। আর সেই পুজোতে চণ্ডীপাঠের আয়োজন। এর সাথে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর মোকাবিলা কিভাবে করা যায় তাও ফুটিয়ে তোলা হবে মন্ডপ ও আলোকসজ্জার মধ্যে দিয়ে। দর্শনার্থীদের এই করোনাকালে সচেতন করাই উদ্দেশ্য পুজো কমিটির সদস্যদের।

আরও পড়ুন -  Lifestyle: ফ্রিজের পচা দুর্গন্ধ দূর করার টিপস