US Drone Strike: আল-কায়েদার শীর্ষ নেতা নিহত, মার্কিন ড্রোন হামলায়

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছে জাজিরা।

২২অক্টোবর গতকাল (শুক্রবার) মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিগসবি এ বিষয়ে এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ এই নেতা নিহত হওয়ায় বিশ্বে সাধারণ মানুষ, মার্কিন নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে সন্ত্রাসী সংগঠনটির।

আরও পড়ুন -  আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত পণ্ডিচেরীতে নির্বাচনের সময় অর্থবল প্রতিহত করতে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা

 মার্কিন মেজর আরও জানান, ড্রোন হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ হামলা চালায়।

আল-কায়েদা আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিগসবি বলেন, আল-কায়েদা পুনরায় সংগঠিত ও সমন্বিত হওয়ার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সিরিয়াকে ব্যবহার করে।

আরও পড়ুন -  পেট্রোল ও ডিজেলের নতুন দাম, দেখে নিন কলকাতা ও দিল্লি সহ বাকি কোথায় কত দরে বিকোচ্ছে

এর আগে চলতি বছর সেপ্টেম্বরেও পেন্টাগনের সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযানে নিহত হন আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু-আহমেদ।