Dhanshree Verma: টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ধনুশ্রী’র নাচ, দেখুন ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 গত ২২ শে ডিসেম্বর গুরগ্রামে বসেছিল এই সেলেব দম্পতির আলিসান বিয়ের আসর। প্রথম ছবি সামনে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। লাল লেহেঙ্গায় আর গয়না ও ফুলের সাজে এদিন সকলের নজর কারেন ধনুশ্রী। যুজবেন্দ্র সাদা শেরওয়ানি আর লাল পাগড়ি পড়ে বেশ স্মার্ট লাগছিলেন। বিয়ের পর ধুমধাম করে রিসেপশান সেড়ে দুবাইতে হানিমুন করেন এই সেলেব কাপল। ইতিমধ্যে টি -২০ বিশ্বকাপের মূল পর্বের আগে দুই প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ভারত নিজের খেলা। ২৪শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট বাহিনী। এই হাইভোল্টেজ এই ম্যাচের জন্য অপেক্ষা করছেন দুই দেশের সমর্থকরা। আর এই ম্যাচ যে দুই দেশের ইমোশান তা সকলেই জানেন। এর মাঝেউ খবরের শিরোনামে এলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা।

আরও পড়ুন -  Virat Kohli: উপহার দিলেন কোহলি নিজের প্রিয় ও দামি ব্যাট বল বয়-কে, বড় মনের পরিচয় দিলেন

ধনুশ্রী নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। যুজবেন্দ্র পত্নীর ফলোয়াস সংখ্যা দেখার মতো। পাশাপাশি ধনুশ্রী ভর্মার নাচের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ধনুশ্রী কোরিওগ্রাফার, তিনি হিপ-হপের প্রশিক্ষণও দেন। ইউটিউব চ্যানেলে তার নৃত্য অ্যাকাডেমির ভিডিও আপলোড করেন। এবারে দেশের এত বড় ম্যাচের আগে একটি নাচের ভিডিও আপলোড করেন।

ভিডিয়োতে অভিনেত্রীকে ভারতের নতুন জার্সিতে স্টাইলের সঙ্গে গানের তালে তালে তুমুল নাচতে দেখা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে ক্যপশানে লিখেছেন, “বিশ্বকাপের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি নাচের মাধ্যমে আমার খেলা দেখিয়ে দিচ্ছি। আপনি কিভাবে টিম ইন্ডিয়াক চিয়ার করছেন?” টি -২০ বিশ্বকাপে অবশ্য সুযোগ পাননি চাহাল। এই টুর্নামেন্টের জন্য চাহালের জায়গায় রাহুল জায়গা পেয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বে চাহাল দুর্দান্ত পারফর্ম করেছেন। অনেকে রআশা করা হয়েছিলেম যে নির্বাচকরা চাহালকে জাতীয় দলে সুযোগ দিতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। তবে এতে দুঃখ নেই ধনুশ্রী আর যুজবেন্দ্রর। এই বড় ম্যাচের আগে দেশকে এই ভাবে চিয়ার আপ করলেন ধনুশ্রী।

আরও পড়ুন -  প্রেমিকের সাথে ছবি ভাইরাল সুহানার, প্রেম করছেন ?