Yohani: ইয়োহানির বলিউডে পা

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা সম্প্রতি ‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। এই জনপ্রিয়তার প্রায় পুরো কৃতিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের।

বিভিন্ন জন বিভিন্নভাবে গানটি গেয়েছেন। কিন্তু ইয়োহানির সব চমকের বড় চমক আসল এবার। বলিউড থেকে গানটি গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই ভাইরাল কন্যাকে।

আরও পড়ুন -  Investment Scheme: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম, ১.৫ লাখ টাকা জমা করে পেতে পারেন ১ কোটি টাকা, PPF স্কিম

‘থ্যাঙ্ক গড’ নামের একটি সিনেমায় গানটি হিন্দিতে গাইতে শোনা যাবে ইয়োহানিকে। হিন্দি গানটি লিখছেন রশ্মি-বিরাগ ও কম্পোজ় করছেন তনিষ্ক বাগচি। এই সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগণ, সিদ্ধার্থ মলহোত্র ও রাকুল প্রীত সিংহ।

আরও পড়ুন -  Raveena Tandon: ‘টিপ টিপ বার্ষা পানি’তে রবিনা ট্যান্ডন বিদেশি নাচের দলের সঙ্গে, অভিনেত্রীর ভক্তরা পাগল

ভূষণকুমার ও ইন্দ্রকুমারের প্রযোজিত এই ছবিতে গানের সুযোগ পেয়ে খুব খুশি ইয়োহানি।

তিনি বলেন, ‘ভারতের নাগরিকদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। ভূষণকুমার ও ইন্দ্রকুমারের কাছেও চিরকৃতজ্ঞ থাকব।’

আরও পড়ুন -  Shilpa Shetty: পর্নকাণ্ডে স্বামীর পাশে শিল্পা, রাজ পুরোপুরি নির্দোষ

উল্লেখ্য, সালমান খানের ‘বিগ বস’ এর মঞ্চে আগেই গানটি গেয়েছেন ইয়োহানি। সিনেমার গানটির শুটিং হবে গোয়ায়।