Sikkim: সিকিম ভ্রমণে গিয়ে মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ২০ অক্টোবর:

সিকিম ভ্রমণে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকায় মৃত ব্যক্তির দেহ আনতে সমস্যায় রয়েছেন পরিবার। মৃত ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক। নাম দেবরাজ রায়, বয়স উনপঞ্চাশ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ওই শিক্ষক বন্ধু ও তার পরিবার নিয়ে গত ১৭ অক্টোবর সিকিমে ঘুরতে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিকিম মণিপাল হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তার। তবে সিকিমে আবহাওয়া বিরূপ থাকায় ও ধ্বসের কারণে তার দেহ আনতে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে তার আত্মীয় জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেহ আনতে সমস্যায় পড়েছেন তারা।

আরও পড়ুন -  Sarita Mali: ফুল বিক্রি করতেন মুম্বাইয়ের রাস্তায়! পিএইচডি ডিগ্রি নিতে পাড়ি দিচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ে