Birth Control: জন্মনিয়ন্ত্রণ জেল-এর মডেল হলেন প্রিয়মণি

Published By: Khabar India Online | Published On:

নিজের প্রথম সিনেমা মুক্তির আগেই আলোচনায় ছিলেন প্রিয়মণি। তবে প্রথম সিনেমা মুক্তি না পেলেও তার প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পেল।

মডেলিং আর সিনেমা। এই নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে প্রিয়মণির। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র মুক্তি পেল সম্প্রতি।

আরও পড়ুন -  Aryan Khan: আরিয়ান খানের পরিচয় ‘কয়েদি নম্বর ' ' ৯৫৬ ’

নাভানা ফার্মার জন্মনিয়ন্ত্রণ জেলের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ২০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর।

বর্তমানে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে বলে জানান প্রিয়মণি।

আরও পড়ুন -  Bhojpuri Song: নীরাহুয়া ‘ভিতার কে তিতার’এর তালে আম্রপালির একদম কাছে এলেন, ছাদ থেকে একদম বিছানা পর্যন্ত, সর্বত্রই ঘনিষ্ঠ অবস্থায়