Kojagari Lakshmi Puja: অগ্নি মূল্য বাজার দর, তার ওপরে মুষলধারে বৃষ্টি, কোজাগরী লক্ষী পুজো

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা: এমনিতেই অগ্নি মূল্য বাজার দর,তার ওপরে বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।

ফাঁকা একাধিক মার্কেট। মাথায় হাত বিক্রেতাদের। কারণ আজ কোজাগরী লক্ষ্মী পূজা।

আরও পড়ুন -  যুগান্তকারী উদ্যোগ, ই-ইনভয়েস-এর ৩১শে অক্টোবর একমাস পূর্তি হল

বাংলার প্রতি ঘরে ঘরে পূজিতা হচ্ছেন ধনের দেবী লক্ষী। বাজারদর অগ্নিমূল্য হলেও সাধ্যমত বাজার করে দেবী কে সন্তুষ্ট করতে ব্যস্ত গৃহিণীরা।

কিন্তু বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হওয়ায় একাধিক বাজারে দেখা নেই ক্রেতাদের। পসরা সাজিয়ে ফাকায় বসে রয়েছেন বিক্রেতারা।

আরও পড়ুন -  Lakshmi Pujo: মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল, তার মধ্যেই লক্ষ্মী পূজা