37 C
Kolkata
Thursday, May 16, 2024

International Meeting: আফগানিস্তান নিয়ে বৈঠকে থাকছে না যুক্তরাষ্ট্র

Must Read

রাশিয়ায় আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক একটি বৈঠকে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বুধবার আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান, চীন ও পাকিস্তানের সঙ্গে রাশিয়া আলোচনা করবে। মস্কোয় এ বেঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ওই আলোচনায় থাকবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত জামির কাবুলভ জানিয়েছেন, আফগানিস্তান নিয়ে একটি সাধারণ অবস্থান নেয়াই হলো এ আলোচনার লক্ষ্য।

আরও পড়ুন -  Mohammad Nabi: মোহাম্মদ নবী অধিনায়কত্ব ছাড়লেন, কেন?

নেড প্রাইস বলেন, ‘আমরা মস্কো আলোচনায় অংশ নেবো না। রাশিয়ার সঙ্গে তিন দেশের কথা হবে। আমরা চাই, এ ফোরাম কথাবার্তা এগিয়ে নিয়ে যাক। কিন্তু আমরা বুধবারের আলোচনায় অংশ নেয়ার পরিস্থিতিতে নেই।’

আরও পড়ুন -  Shiva Puja: ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা

গত ১৫ আগস্ট কাবুলে ক্ষমতায় আসে তালেবান। সেপ্টেম্বরের শুরুতে তারা একটি অন্তবর্তী সরকার গঠন করে। ওই সরকারে কোনো নারীর প্রতিনিধিত্ব নেই। এ নিয়ে পশ্চিমা দেশগুলো সমালোচনায় মুখর রয়েছে।

তালেবানরা এখনো বিশ্বের কোনো দেশের কাছ থেকে স্বীকৃতি পায়নি। এ কারণে তারা কূটনৈতিক চেষ্টা অব্যহত রেখেছে। সব দেশই বছলে, তাদের কথা নয়, কাজ দেখে তারা সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন -  Neymar: নেইমার আবার বাবা হতে চলেছেন

অর্থনৈতিকভাবেও বেশ চাপে আছে দেশটি। আফগানিস্তানে মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীন বলেছে, তারা আফগানিস্তান পুনর্গঠনে সহায়তা করবে। ছবি: হিন্দুস্তান টাইমস

Latest News

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম।  মানুষ ঝুঁকিহীন বিনিয়োগে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img