33 C
Kolkata
Wednesday, May 1, 2024

Malala Yousafzai: তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই, আফগান মেয়েদের স্কুলে যেতে দিন

Must Read

শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগান মেয়েরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় যাওয়ার পর তালেবানরা কেবল ছেলেদের (মাধ্যমিক) স্কুলে যেতে নির্দেশনা দিয়েছে।

শিশু অধিকার কর্মী মালালা ও বেশ কয়েকজন আফগান নারী অধিকার কর্মীর একটি চিঠি রবিবার প্রকাশিত হয়। চিঠিতে তারা বলেন, ‘তালেবান কর্তৃপক্ষকে বলছি, মেয়েদের শিক্ষার ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিন এবং অতি দ্রুত মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় খুলে দিন।’

আরও পড়ুন -  Bay Leaf: তেজপাতা চুল পড়া বন্ধ করে

মালালা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেনো এটা তালেবানের কাছে পরিষ্কার করেন যে, ‘ধর্ম নারীদের স্কুলে যাওয়ার পথে কোনো বাধা নয়।’ চিঠিতে তারা লিখেছেন, ‘আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যারা নারীদের শিক্ষার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

আরও পড়ুন -  United States: ১৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র, আফগানদের

চিঠিতে আফগান শিশুদের শিক্ষার জন্য একটি তহবিল গঠন করতে জি২০ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ওই চিঠির সঙ্গে স্বাক্ষর যুক্ত করা হয়েছে। ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ এতে সই করেন।

 রবিবার তালেবান সরকার জানিয়েছে, আফগান মেয়েরা খুব শিগগিরই বিদ্যালয়ে ফিরবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

আরও পড়ুন -  বিশিষ্ট শিক্ষাবিদকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তালেবান

সাঈদ খোস্তি বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’

Latest News

Web Series: উল্লুতে এবার রিলিজ করেছে সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সঙ্গে দেখা যাবে না

Web Series: উল্লুতে এবার রিলিজ করেছে সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সঙ্গে দেখা যাবে না।  করোনার সময় মানুষ ঘরের মধ্যে বন্দি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img