টুঙ্কা সাহা, আসানসোলঃ লক্ষী আরাধনায় পসরা সাজিয়ে বসে আছেন, তেমন ভাবে দেখা নেই ক্রেতা সাধারণের।
সোমবার আসানসোলের বিভিন্ন বাজার এলাকায় লক্ষী ঠাকুরের মূর্তি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা।
তবে এবারে বাজারে বিক্রি অন্যান্য বারের তুলনায় একেবারে নেই বললেই চলে।
সোমবার সকাল থেকে আসানসোল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে।
তার ফলে সাধারন মানুষ রাস্তায় কম বের হচ্ছেন।উপরন্তু যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে সাধারন মানুষের হিমসিম অবস্থা ।এর যেরেও কিছু টা প্রভাব পড়ছে বলেও মনে করছেন অনেকে।