Actress Safa Kabir: সাফা এবার ওয়েব সিনেমায়

Published By: Khabar India Online | Published On:

 টেলিভিশন নাটক পেরিয়ে সাম্প্রতিক সময়ে নিজেকে ভালোই জড়িয়েছেন ওয়েবে। নাটকে খুব বেশি একটা নিয়মিত না হলেও নিয়মিত কাজ করছেন দেশ ও বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।

সেই সূত্রে এবার জানালেন ওয়েব সিনেমার কথা। নাম ‘কুহেলিকা’। ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে এই সিনেমাটি নির্মাণ করছেন সামিউর রহমান। এটি তার নির্মিত প্রথম সিনেমা।

আরও পড়ুন -  অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা

রবিবার ঢাকার অদূরে মুন্সিগঞ্জে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। তবে সাফা কবির এতে অংশ নেবেন ১৯ অক্টোবর থেকে। চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

সিনেমা প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘গল্পটি অসাধারণ, বেশ ভালো লেগেছে আমার। ওটিটির জন্য আজকাল বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’

আরও পড়ুন -  Janhvi-Sara: ভোলে বাবার ধামে, জাহ্নবী - সারা

নির্মাতা সামিউর রহমান বলেন, ‘‘নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তবে আপাতত ‘কুহেলিকা’ রাখছি। এটি হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদেরকে কিভাবে দেখে।  এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করার চেষ্টা করবো।’

আরও পড়ুন -  নিম্ন আদালত সহ কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল শুনানি নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন, জেরবার আইনজীবীরা

এতে সাফা কবির ছাড়াও অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

এদিকে আরও জানা যায়, কিছুদিন আগে সাফা কবির শেষ করলেন ভারতের আরেক ওটিটি হইচই-এর ওয়েব সিরিজ ‘বলি’র কাজ।