আবারও করোনায় মৃত্যু আসানসোলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ হীরাপুর থানার সাঁতাডাঙ্গার সারদাপল্লীর বাসিন্দা ৫০ বছরের গৌরাঙ্গ ভুঁই শারীরিক অসুস্থতার কারনে শনিবার আসানসোল জেলা হাসপাতালে কোভিড পরীক্ষা করার জন্য লালারস দিয়ে গেছিলেন, রবিবার দুপুরে হঠাৎ বাড়ীতে অসুস্থ হয়ে যায় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের পর পজেটিভ রিপোর্ট আসার পর পুলিশ তার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায়। অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে আরো তিনজনের পজিটিভ রিপোর্ট আসার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের এক কর্মীর পজেটিভ রিপোর্ট আসার পর তার স্ত্রী, তার শাশুড়ী এবং তার শালার পজেটিভ রিপোর্ট আসে। স্টাফ কোয়ার্টার থেকে আরো এক মহিলার পজেটিভ রিপোর্ট আসার পর পাঁচজনকে ইতিপূর্বে সনকা হাসপাতালে পাঠানো হয়েছিল রবিবার ঐ কর্মীর তিন মেয়ের পজেটিভ রিপোর্ট আসার পর তাদেরকে সনকা পাঠানো হলো।হাসপাতাল সূত্রের খবর অনুসারে জানা যাই trunet মেশিনে ১০০৫ জনের লালা রস নমুনা পরীক্ষা করা হয়েছে শনিবার পর্যন্ত। আসানসোল জেলা হাসপাতালে আইসেলসোন ওয়ার্ড ভর্তি রয়েছে মোট ১৪ জন মোট ৩৬ টি বেড রয়েছে পরবত্তী তে আরো বেড বাড়ানো হবে হাসপাতাল সূত্র এ জানা যায়।

আরও পড়ুন -  Mahesh Babu: আমাকে বহনে অক্ষম বলিউড, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু জানিয়েছেন