শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাস্কাটে স্বাগতিক পাপুয়া নিউগিনির বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওমান। শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছে পাপুয়া নিউগিনি।
ম্যাচ শুরুর আগে ওমানের সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে নৃত্য পরিবেশিত হয়। পরে দুই দেশের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মেলান।
করোনার কারণে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও ম্যাচটি স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখতে পারছেন দর্শকরা।
ওমান দলের চূড়ান্ত স্কোয়াড: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দার সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌদ, নেস্টার ধাম্বা, কালেমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফয়েজ বাট, খুররম নওয়াজ খান।
পাপুয়া নিউগিনি দলের চূড়ান্ত স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সায়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপলিং ডোরিগা, টনি উরা, হিরি হিরি, গৌদি তোকা, সেস বাউ, ডমিয়েন রাভু, কাবুয়া ভগি-মোরিয়া, সাইমন আতাই, জেসন কিলা, চাদ সোপার, জ্যাক গার্ডনার।