World Cup: উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড, বিশ্বকাপে

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপ শুরুর সময় আর খুব বাকি নেই। প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আর দু’দিন পর। মূল বিশ্বকাপ তথা সুপার টুয়েলভ শুরু হতে আর মাত্র সপ্তাহ খানেক বাকি। এই সময়ের মধ্যে কারো ইনজুরিতে পড়া মানে সংশ্লিষ্ট দেশের বিশাল ক্ষতি।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন নতুন করে ইনজুরিতে পড়েননি। তবে, পুরনো ইনজুরি এখনও ভোগাচ্ছে তাকে। উইলিয়ামসন নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তার কনুইয়ের ইনজুরি পুরোপুরি সারেনি। বিশ্বকাপে তাকে শতভাগ ফিট পাওয়া যাবে না। তবে, সাইডলাইনেও বসে থাকবেন না তিনি।

আরও পড়ুন -  Nuts: পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার, বাদাম

বছরের শুরুতেই কনুইয়ের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। যে কারণে, ঘরের মাঠে মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আইপিএলের প্রথম পর্ব এবং জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। শুধু তাই নয়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি।

আরও পড়ুন -  Argentina: বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ হলো আর্জেন্টিনার

 তিনি বলে দিয়েছেন, ইনজুরিকে ইস্যু বানাবেন না। উইলিয়ামসন বলেন, ‘হ্যামস্ট্রিংটা খুব বড় না, ছোট। এটা খুব দ্রুতই ভালো হওয়ার পথে। সুতরাং, কেউ যেন এটা নিয়ে আতঙ্কিত না হয় এবং আমাদের হাতে এখনও অনেক সময় আছে।’

আরও পড়ুন -  ব্রাজিলের বিদায়, ব্রাজিল হারের কারণ খোঁজা চলছেই, বিড়ালের অভিশাপ!

তবে কনুইয়ের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত তিনি। উইলিয়ামসন বলেন, ‘কনুই- এটা এখনও কিছুই কম কাজ করছে। তবে, লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে কিছুটা বিরক্তিকর।