Earthquake: ৬.৪ মাত্রার ভূমিকম্প, সলোমন দ্বীপপুঞ্জে

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হয় ভূকম্পন।

 প্রথমদিকে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ জানিয়েছিল মার্কিন সংস্থাটি। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৪ করা হয়েছে।

আরও পড়ুন -  মিলাদ-উন-নবি’এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

ইউএসজিএস জানিয়েছে, প্রবল শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল দ্বীপরাষ্ট্রটি থেকে ১৯৯ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজের খবরে বলা হয়েছে, এদিন শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারাতেও। সেখানে বহুতল ভবনগুলো প্রবলভাবে কাঁপতে দেখা গেছে।

আরও পড়ুন -  প্রায় ৩ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)। তবে এর প্রভাবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন -  Subhashree Ganguly: আবারও দুর্গা রূপে শুভশ্রী জি বাংলায়, শিব-মহিষাসুর কে হবেন?