Aryan Khan: আরিয়ান খানের পরিচয় ‘কয়েদি নম্বর ‘ ‘ ৯৫৬ ’

Published By: Khabar India Online | Published On:

 মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জেলবন্দি আরিয়ান অন্যান্য সাধারণ কয়েদিদের মতো পেয়েছে কয়েদি নম্বর, তার নম্বর হলো ৯৫৬’। গতকাল ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Aryan Khan: বৃহস্পতিবার ফের শুনানি, শাহরুখ পুত্র আরিয়ান খান

মুম্বাই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে গত এক সপ্তাহ ধরে আছেন আরিয়ান। এদিকে মাদক মামলায় গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত। করোনা মহামারির কারণে জেলে প্রবেশের পরেই থাকতে হচ্ছে কোয়ারান্টিন সেলে। তাই জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। সেখানেই থাকতে হচ্ছে আরিয়ানকে।
জেলের খাবারই খেতে হচ্ছে শহরুখ পুত্র আরিয়ানের। এখানে বাইরে থেকে খাবার পাঠানোর নিয়ম নেই। প্রথম কয়েকদিন জেলের খাবার না খেলেও ইদানীং সেই খাবার খেতে বাধ্য হচ্ছেন আরিয়ান।

আরও পড়ুন -  Aryan Khan: আদালতে আবেদন শাহরুখ পুত্রের পাসপোর্ট ফেরত নিতে

 আর্থার রোড জেলের কয়েদিদের ঘুম থেকে উঠতে হয় ভোর ৬টায়। সেখানে ৭ টার মধ্যে খাবার পরিবেশন করা হয়। সকাল ১১টায় দুপুরের খাবার। সন্ধ্যা ৬টার মধ্যে রাতে খাবার খেয়ে নিতে হয়।

আরও পড়ুন -  Drug Case: চেকিং হতেই ঘাবড়ে যান আরিয়ান, এনসিবি কি জানালেন ?